মো.বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার :-
নোয়াখালীর চাটখিলে বিষাক্ত গোখরা সাপে কাটা পড়া এক রোগী সেই সাপ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সাপে কাটা ওই রোগী উপজেলার ৩নং পরকোট ইউনিয়নের পশ্চিম পরকোটের কবির বাড়ির মৃত কালা মিয়ার ছেলে মো. কামাল (৪৫)। তিনি সাপে কাটা পড়ার পর সেই সাপ বস্তায় ভরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
মো.কামাল,সোশ্যাল টাইমস্ নিউজকে বলেন, তিনি উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে সাপটি ধরেন। এরপর সাপের বিষাক্ত দাঁত ভাঙতে গিয়ে দুপুর আনুমানিক সাড়ে ১২টার সময় তিনি সাপের কামড় খান। এরপর সাপ নিয়েই তিনি হাসপাতালে চলে আসেন।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শহীদুল আহমেদ নয়ন ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও এই বিষয়ে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি।
হাসপাতাল কর্তৃপক্ষ সাপ নিয়ে হাসপাতালে অবস্থান করতে বাধা দেওয়ায় মো.কামাল বেলা আড়াইটার সময় চাটখিল উপজেলা গেটের ব্রিজের পাশে সাপটি অবমুক্ত করে আবার হাসপাতালে চিকিৎসা নিতে চলে আসেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।