রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, নৌবাহিনী মোতায়েনের মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করছে।
অভিযোগ করে পুতিন আরও বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিষ্পত্তির প্রতিষ্ঠিত প্রক্রিয়াকে এড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মৌলিক ইস্যুগুলোর সমাধান না করেই বিষয়টি নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে। এ সময় পুতিন বলেন, যুক্তরাষ্ট্র তার নৌবাহিনী মোতায়েনের মাধ্যমে এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করছে। আজ বুধবার মিডিয়াকে এমনটাই জানিয়েছেন পুতিন।
এছাড়া ইসরায়েলের সহিংসতাকে ভয়াবহ আখ্যায়িত করে পুতিন বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মতো বিষয়গুলো সমাধান না করে সংঘাতের সমাধান করা যাবে না। তিনি আরও বলেন, বেসামরিক ক্ষয়ক্ষতি কমিয়ে আনা জরুরি। সংঘাতপূর্ণ অঞ্চল সম্প্রসারণের ফলে বিশ্ব জ্বালানি খাতসহ অন্যান্য খাতে গুরুতর পরিণতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।-অনলাইন ডেস্ক