আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
আকিজ গ্রুপের স্টাফ বাসের ধাক্কায় যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে চার যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত আরো দুই যাত্রী। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৯ টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে ভাটবাউড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পাথরাইল গ্রামের পরেশ চন্দ্র মদকের ছেলে মকাদেব চন্দ্র মদক (৫০), বাগজান গ্রামের আব্দুস সালাম এর স্ত্রী হেনা আক্তার (৫০), মনসুর আলীর স্ত্রী মালেকা বেগম (৫৫), ও লেগুনা চালক ভাটপুর গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে জাহিদ হোসেন (৩৪)।
পুলিশ জানায়, মহাসড়ের বানিয়াজুরী বাস স্ট্যান্ড থেকে থেকে যাত্রী বোঝাই করে লেগুনাটি মানিকগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। ভাট বাউড় নামক স্থানে যাত্রী নামানোর সময় স্টাফ বাসটি সজরে ধাক্কা দেয়। এতে লেগুনাটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় চাপা পড়ে ৪ যাত্রীর প্রাণহানি ঘটে। বাস ও লেগুনাটি পুলিশ হেফাজতে রয়েছে।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রউফ সরকার জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।