ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার খারঘর গ্রামে গনহত্যা দিবস পালিত

বার্তা বিভাগ
অক্টোবর ১০, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোহাম্মদ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার, ব্রাক্ষণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের পাগলী নদী তীরবর্তী খারঘর গ্রামে পাক বাহিনীর বর্বর হামলায় ৪৩ জন নারী-পুরুষ নিহত হয়।

প্রতি বছর ১০ অক্টোবর স্থানীয় উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ডার,ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা গণকবরে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন শেষে খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির আয়োজনে মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে ও খারঘর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার তানবীর ফরহাদ শামীম।

আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদা জাহান,সজল কান্তি দাস,মনজুর হোসেন,বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম,বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম,মোস্তাফিজুর রহমান
নান্নু মাস্টার,শরিফুল আলমসহ বীরমুক্তিযোদ্ধারা।

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে স্থানীয় গ্রামবাসীদের আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানোর পাশাপাশি গণকবরের অবকাঠামো উন্নয়নে সব ধরনের সহযোগিতার কথা জানান উপজেলা প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]