ঢাকা২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিস্তিন রাষ্ট্র গঠন ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান : সের্গেই লাভরভ

বার্তা বিভাগ
অক্টোবর ৯, ২০২৩ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন শান্তির জন্য ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধানF রাশিয়ার পক্ষ থেকে এমনটাই জানানো হয়।

আজ সোমবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন শান্তির জন্য ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান এবং শুধু সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করা নিরাপত্তা নিশ্চিত করবে না।

ফিলিস্তিনি ইসলামপন্থী দল হামাস শনিবার ইসরায়েলে নজিরবিহীন ব্যাপক হামলা চালানোর পর রাশিয়া সফররত আরব লীগের প্রধান আহমেদ আবুল গীতের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা হামলা শুরু করে।এরই মধ্যে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। দুই হাজার দুই শতাধিক আহত হয়েছে। অপরদিকে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৩ জনে। আহত হয়েছেন দুই হাজার প্রায় ৭৫০ ফিলিস্তিনি।-আন্তর্জাতিক ডেস্ক

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com