আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাওঁ জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার ১৮ নং শুখান পুখুরী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চতুর্ভূজপাড়া শ্রী শ্রী হরি মন্দিরের ভিত্তি স্থাপন করা হয়
সোমবার দুপুর ৩ টায় জনাব বীরেন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে ও শ্রী মহানন্দ বর্মনের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এ্যাডঃঅরুনাংশু দত্ত টিটো(চেয়ারম্যান,উপজেলা পরিষদ ঠাকুরগাঁও, সভাপতি ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগ ও সভাপতি, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদ।
গেষ্ট অব অনার জনাব তপন কুমার ঘোষ (সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদ)জনাব আশোক কুমার দাস।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব দেবাশীষ দত্ত সমীর(সদস্য জেলা পরিষদ ঠাকুরগাঁও,ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ যুবলীগ ঠাকুরগাঁও),জনাব মোঃ আব্দুর রশিদ(ভাইস চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ ও সভাপতি, সদর উপজেলা আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও, জনাব বাবু জীবন কুমার ঘোষ(সভাপতি ১৮ নং শুখান পুখুরী ইউনিয়ন আওয়ামী লীগ) জনাব মোঃ আনিছুর রহমান(চেয়ারম্যান ১৮ নং শুখান পুখুরী ইউনিয়ন পরিষদ সদর ঠাকুরগাঁও)জনাব মোঃ আক্তারুল ইসলাম (সাধারণ সম্পাদক,১৮নং শুখানপুকুরি ইউনিয়ন আওয়ামী লীগ)জনাব এস.এম সাওন চৌধুরী(উপ দপ্তর সম্পাদক জেলা আওয়ামী যুবলীগ, ঠাকুরগাঁও ও সদস্য ৫ নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ),জনাব নুর এ আলম(সভাপতি আওয়ামী যুবলীগ ৫নং বালিয়া ইউনিয়ন) জনাব কৃষ্ণ কুমার বর্মন(ওয়ার্ড আওয়ামী লীগ) জনাব তুষার কান্তি শর্মা(সভাপতি আওয়ামী যুবলীগ ১৮ নং শুখান পুখুরী ইউনিয়ন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জনাব এ্যাডঃ অরুনাংশু দত্ত টিটো বলেন দেশের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সরকার তিনি বলেন বাংলাদের প্রতিটি জায়গায় ধর্মীয় প্রতিষ্ঠানে সার্বিক ভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে সরকার।এ উন্নয়ন কেবল আওয়ামী লীগের সময় লহ্ম করা যায়।সামনের দিন গুলোতে দেশের উন্নয়নের ধারা আরো গতিময়তা করতে আওয়ামী লীগের কোন বিকল্প নেই বলে জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্য শেষে স্বল্প পরিসরে বক্তব্য রাখেন অনেকে।সর্ব শেষ বক্তব্যে ১৮নং শুখান পুখুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আনিছুরর রহমান বলেন আমরা সবাই যে ধর্মেরই হই না কেনো সামনের দিন গুলোতে আমরা সবাই মিলে মিশে কাজ করে যাবো এবং দেশের উন্নয়নে এগিয়ে আসবো।