ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে জেপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তিন হাজার নেতা কর্মী নিয়ে  দল থেকে পদত্যাগ

বার্তা বিভাগ
অক্টোবর ৮, ২০২৩ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃশাজু রহমান, ভান্ডারিয়া প্রতিনিধি:

দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) থেকে পদত্যাগ করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ মিয়া মনু। তিনি জেপির কাউখালী উপজেলা শাখার সভাপতির পাশাপাশি জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির শ্রম ও শিল্পবিষয়ক সম্পাদক ছিলেন।

শনিবার (৭ অক্টোবর) বিকেলে কাউখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কয়েক হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করে তিনি জেপি থেকে পদত্যাগ করেন।

এ সময় লিখিত বক্তব্যে মনু বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ আনোয়ার হোসেন মঞ্জুর (এমপি) নেতৃত্বে জেপি’র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে মঞ্জু দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও, তার নির্বাচনী এলাকা কাউখালীর তেমন কোনো উন্নয়ন করেননি। বরং তিনি তার নিজ উপজেলা ভান্ডারিয়ার উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। ফলে কাউখালীর সাধারণ মানুষ সরকারের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। এ ছাড়া তিনি কাউখালী উপজেলার বাজারের খাজনা পরিশোধের অঙ্গীকার করলেও, বর্তমানে তিনি তা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এতে করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ মারাত্মক বিপাকে পড়েছে। তাই তিনি তার সমর্থক ও জেপি’র বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সংগঠনটির উপজেলা ও কেন্দ্রীয় কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন। এ সময় তার সঙ্গে একাত্ম হয়ে জাতীয় পার্টির (জেপি) কাউখালী উপজেলা শাখার সহসভাপতি সিকদার মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি শাহ আলম নসু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক মো. খসরু মিয়াসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ পদত্যাগ করেন।

মো. আবু সাঈদ মিয়া মনু সংবাদ সম্মেলনে দাবি করেন, তার সঙ্গে কাউখালী উপজেলা থেকে প্রায় ৩ হাজার নেতাকর্মী জেপি থেকে পদত্যাগ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]