ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের কাউখালিতে সুধী সমাবেশ অনুষ্ঠিত

বার্তা বিভাগ
অক্টোবর ৮, ২০২৩ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

মোঃশাজু রহমান, ভান্ডারিয়া প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে পিরোজপুরের কাউখালীতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে এ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ।

তিনি বলেন, বিগত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার উন্নয়নের ক্ষেত্রে আমূল পরিবর্তন করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার বিকল্প নেই।

কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল হক, স্বরুপকাঠি পৌর মেয়র মো: গোলাম কবির, ভান্ডারিয়া পৌরসভার মেয়র ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, যুবলীগ সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, কাউখালি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার হাদিয়া সহ আরো অনেকে।

এসময় উপস্থিত বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজকে আরও এগিয়ে নেয়ার জন্য পিরোজপুর ২ আসনে সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনীত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]