ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন ‘২৮ অক্টোবর’

বার্তা বিভাগ
অক্টোবর ৭, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : চলতি মাসের ২৮ অক্টোবর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের টিএফসি চাইনিজ রেষ্টুরেন্টে কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সভাপতি তারেক হোসেন, সাংগঠনিক সম্পাদক জুনাইদ কবির, দপ্তর সম্পাদক জুয়েল ইসলাম শান্ত, অর্থ সম্পাদক নাহিদ রেজা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসিফ জামান, ক্রীড়া সম্পাদক সুজন আলী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহিম শুভ, নির্বাহী কমিটির সদস্য রহিম উল আলম খোকন, মাজেদুর রহমান মাজেদ প্রমুখ।

সভায় নির্বাহী কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে চলতি মাসের ২৮ অক্টোবর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে রয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি তারেক হোসেন, নির্বাহী সদস্য মাজেদুর রহমান মাজেদ ও সাধারণ সদস্য রাশেদুজ্জামান সাজু।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সংগঠনের সভাপতি আব্দুল আওয়াল বলেন, নির্বাহী কমিটির সিদ্ধান্ত মতে নির্বাচন তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করি সুন্দর পরিবেশে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে।

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের নির্বাচন পরিচালিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না; গঠনতন্ত্র অনুযায়ী ভোট গ্রহণ হবে। সংগঠনের ভোটাররা তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করবে। যারাই নেতৃত্বে আসুক আশা করি তারা সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]