ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে শিক্ষক দিবসে ল্যাপটপ বিতরণ

বার্তা বিভাগ
অক্টোবর ৬, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পের আওতায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, স্ক্যানার সহ যাবতীয় শিক্ষা উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক (ডিসি) রেহেনা আক্তার।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাব রেজিস্টার উপমা নাগের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আক্তার।
সভায় শিক্ষা খাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ সেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, কৃষি কর্মকতা রেজাউল হক, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মোল্যা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্যা, জিয়নপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, চকমিরপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ধামশ্বর ইউপি চেয়ারম্যান এ্যাড: ইদ্রিস আলী, দৌলতপুর প্রেসকাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ ফৌজদার, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান প্রমূখ।
জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষক অপরিহার্য। তিনি বললেন শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের আওতায় মানসম্মত শিক্ষক শিক্ষার্থী তৈরিতে নানাবিধ পদক্ষেপ বাস্তবায়ন করছেন বর্তমান সরকার। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় সকল দপ্তর প্রধানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com