ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্যার শঙ্কায় গাইবান্ধা লালমনিরহাট,নীলফামারি, রংপুর, এবং কুড়িগ্রাম||খোলা হয়েছে কন্ট্রোল রুম

বার্তা বিভাগ
অক্টোবর ৬, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আনোয়ার হোসেন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় উজানে দ্রুত বাড়ছে পানি। এতে বাংলাদেশের তিস্তার তীরবর্তী উত্তরের ৫ জেলায় বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এরই মধ্যে পাউবো সংশ্লিষ্ট এলাকার পাউবো কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

পাউবো বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিস্তার বাংলাদেশ অংশের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে দেশের উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধার তিস্তার তীরবর্তী এলাকা প্লাবিত হয়ে বন্যা হতে পারে।

এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর তীরবর্তী মানুষের জন্য জরুরি সতর্কবার্তা জানিয়েছে প্রশাসন ।বুধবার (৪ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের এক পত্রে জরুরি বার্তাটি জনস্বার্থে প্রকাশ করা হয়েছে।

পত্রে বলা হয়, ভারতের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় তিস্তা নদীর পানি আজ দুপুর থেকে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হবে। তাই তিস্তার পার্শ্ববর্তী এলাকার সর্বসাধারণকে সতর্ক থাকার জন্য বলা হল। মাছ ধরা বা অন্য কোন প্রয়োজনে নিকটবর্তী বন্যা আশ্রয় কেন্দ্র অবস্থান নেওয়ার জন্য বলা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভার‌প্রাপ্ত) মো. মাসুদুর রহমান বলেন, আবহাওয়ার পুর্বাভাস অনুযায়ী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্যে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় নদীর তীরবর্তী মানুষদের নিরাপদে থাকার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com