ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের গোদাম পুড়ে ছাই

বার্তা বিভাগ
অক্টোবর ৫, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

সাটুরিয়া-গোলড়া আঞ্চলিক সড়কের হরগজ মোড়ে একটি জ্বালানি তেলের গুদাম আগুনে পুড়ে গেছে।
বুধবার (৪ অক্টোবর) রাত ৮ টায় অবৈধভাবে গজিয়ে উঠা ওই তেলের গুদামে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। খবর পেয়ে সাটুরিয়া ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

এসময় ঐ গুদামে রাখা পেট্রোল, অকটেন ও ডিজেল ভর্তি ১২০ ড্রাম জ্বালানি তেল, নগদ দেড় লক্ষ টাকা, গুদাম ঘর ও পার্শবর্তি একটি রাইস মিল সম্পূর্ন পুড়ে যায়। আগুন লাগার সময় আহত হন জ্বালানি তেল ব্যবসায়ী খোরশেদ আলম, তাকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান। স্থানীয় দোকানদার আব্দুর রহিম ঠান্ডু গুদাম থেকে পাম্প মেশিন দিয়ে তেল খালাশের সময় এই অগ্নিকান্ডের সুত্রপাত হয় বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ।

স্থানীয়দের অভিযোগ, জনৈক খোরশেদ আলম দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত এবং পাইকারি ও খুচরা বিক্রি বিক্রি করে আসছিল। অগ্নিকাণ্ডের ফলে ওই সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। ভোগান্তিতে পড়ে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক কর্মচারী সহ অগণিত যাত্রী সাধারণ।

এ বিষয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ ইদ্রিস আলী বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত আমরা ক্ষয়ক্ষতির সঠিত পরিমাণ নির্ধারণ করতে পারি নাই। তেল ভর্তি ড্রাম গুলি আগুনের লেলিহান শিখায় বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রিপোর্ট পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com