ঢাকা৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আ’লীগের উপ-কমিটিতে মানিকগঞ্জের ২ এমপি

বার্তা বিভাগ
অক্টোবর ৫, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন মানিকগঞ্জের ২ এমপি। সদস্যদ্বয় হলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

গত বুধবার(৪ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কমিটির অনুমোদন দেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এই উপ-কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রফেসর ড. খন্দকার বজলুল হক। সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনকে। উপ-কমিটিতে ১৪ জনকে সদস্য রাখা হয়েছে। এদের মধ্যে ৯ জন মন্ত্রী ও ৫ জন এমপি রয়েছেন।

দুর্জয় বলেন, নবগঠিত উপকমিটির সদস্য নির্বাচিত করায় দলীয় হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বদা সচেষ্ট থাকবো।

মমতাজ বেগম বলেন, যে কোন পদই দ্বায়িত্ব বাড়িয়ে দেয়। আমি আমার দ্বায়িত্ব সততা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে পালন করব। আমাকে এ পদে নির্বাচিত করার জন্য কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিবের পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে এই পদের দায়িত্ব পালন করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]