মোহাম্মদ জুয়েল রানা,স্টাফ রিপোর্টার, ব্রাক্ষণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দূর্গাৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে নবীনগর থানা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪ অক্টোবর) বুধবার দুপুরে থানা পুলিশের আয়োজনে নবীনগর থানা চত্বর এ সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে
এসময় উপস্থিত ছিলেন নবীনগর থানার ওসি মাহাবুব আলম, ইন্সপেক্টর তদন্ত মো. সোহেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক এড. বিনয় চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান জাকি উদ্দিন, ইউপি চেয়ারম্যান আল ইমরান, ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি,
ইউপি চেয়ারম্যান আক্তারু জ্জামান, উপজেলার পূজা উদযাপন কমিটির সদস্য সচিব সঞ্জয় সাহা,সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু,সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ সহ উপজেলার বিভিন্ন পূঁজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের মতামত গ্রহণ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে ও নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষায় নবীনগর থানা পুলিশ সবসময় সর্তক রয়েছে। পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন এবং পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
উল্লেখ্য,এ বছর নবীনগর উপজেলায় মোট ১৩৩ টি পুজা মন্ডপের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।