ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

নৌকা বাইচ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল ২ সহপাঠী

Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

নৌকা বাইচ দেখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ওয়াসিম ও সিফাত।

সোমবার (২ অক্টোবর) সকালে শ্যামপুর কেন্দ্রীয় কবরস্থানে নামাজে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত সিফাত হোসেন সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের শ্যামপুর গ্রামের প্রবাসী নুরুল ইসলামের পুত্র। ওয়াসিম লক্ষ্মীপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র।

পারিবারিক সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর কালিগঙ্গা নদীর পাতিলঝাপ এলাকায় বন্ধুরা মিলে নৌকা বাইচ দেখতে যায়। এ সময় অপর একটি নৌকার ধাক্কায় তাদের বহনকার নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার সকল যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও পানির তোরে ভেসে যায় ওয়াসিম ও সিফাতের লাশ।

রোববার সিফাতের এবং সোমবার ওয়াসিমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। হৃদয়বিদারক এই ঘটনায় উভয় পরিবারে শোকের ছায়া নেমে আসে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]