ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিংগাইরে মায়ের মেলা উদ্বোধন

বার্তা বিভাগ
অক্টোবর ১, ২০২৩ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ – ২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগমের স্মরণে ২দিন ব্যাপী মায়ের মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম বাউল কমপ্লেক্সের মধুর মঞ্চে এই মেলার উদ্বোধন করেন মমতাজ বেগম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌর মেয়র মো: রমজান আলী, সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রফেসর কুদ্দুসুর রহমান, এডভোকেট আলমগীর বাদশা, সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান, পৌর মেয়র আবু নঈম বাশার, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নারগিস আক্তার জলি, হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি, যুব ও ক্রীড়া সম্পাদক বিষয়ক সম্পাদক মারুফ হোসেনসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়াী লীগের ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

জানা গেছে , ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সংসদ সদস্য মমতাজ বেগমের মা উজালা বেগম (৭৫)।
দিনটিকে স্মরণীয় বরণীয় ও মধুময় করার লক্ষ্যে সংসদ সদস্য মমতাজ বেগম দ্বিতীয় বারের মতো উদ্বোধন করলেন মায়ের মেলা।
‘গর্বিনী মা’ সম্মাননাপ্রাপ্ত মায়ের প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরূপ বিশেষ এই মেলায় দেশি-বিদেশি শিল্পী বৃন্দ ও সম্মানিত অতিথিদের আমন্ত্রণ জানান মমতাজ বেগম।
উদ্বোধনের দিনে ব্যাপক লোকসমাগম ঘটে। উৎসবমুখর পরিবেশে দেশের খ্যাতনামা শিল্পীরা উজালা বেগমের স্মরণে সংগীত পরিবেশন করেন। উল্লেখ্য মমতাজ বেগম প্রখ্যাত বাউল প্রয়াত মধু বয়াতির কন্যা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com