ঢাকা৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে চ্যানেল আই এর জন্মদিন উদযাপিত

বার্তা বিভাগ
অক্টোবর ১, ২০২৩ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

শারমিন আশা স্বর্ণা, জয়পুরহাট প্রতিনিধি:
চ্যানেল আই ২৫ তম বর্ষে পদার্পন উপলক্ষে জয়পুরহাটে কেককাটা, র‍্যালি ও আলোচনা সভা হয়েছে ।

কেক কেটে  উদ্বোধন করেন- প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু।

এ উপলক্ষে জয়পুরহাট জেলা প্রেসক্লাবে চ্যানেল আই দর্শক ফোরাম আয়োজিত আলোচনা সভায় চ্যানেল আই জেলা প্রতিনিধি ও জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি শফিউল বারী রাসেলের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ ফার্টিলাজার এসোসিয়েশন জয়পুরহাট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম কমল, সম্মেলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আহমেদ মোশাররফ নাননু, বাংলাদেশ গীতিকবি সংসদের সদস্য নীহার আহমেদ, প্রকৃতি ও জীবন ক্লাব জয়পুরহাটের উপদেষ্টা রবিউল ইসলাম সোহেল, সবুজে সাজাই জয়পুরহাট এর সভাপতি ঝর্ণা আক্তার, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক মোমেন মুনি, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, প্রেসক্লাব জয়পুরহাটের সভাপতি গোলাম মোস্তফা,  সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম জয়পুরহাট শাখার সভাপতি সোহেল আহমেদ লিও, প্রথম আলোর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি আল মামুন সহ অন্যরা।

এর আগে চ্যানেল আই দর্শক ফোরাম জয়পুরহাটের আহবায়ক আহমেদ মোশাররফ নাননু এর নেতৃত্বে
একটি র‍্যালি বের করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]