আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের এসএসসি ৯৮ ব্যাচের রজতজয়ন্তীর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে মাতালেন জনপ্রিয় কন্ঠশিল্পী ঐশী ও তার দল।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জের ঘিওরের ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারে চমকালো রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান সস্ত্রীক উপভোগ করেন মানিকগঞ্জ ১- আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়।
এর আগে সকাল ৮ টায় ‘এসো মিলি প্রাণের উল্লাসে, বন্ধুত্বেই শক্তি-বন্ধুত্বেই জয় ‘এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আনন্দ শোভাযাত্র, খেলাধুলা, স্মৃতি রোমন্থন, আড্ডা, খাওয়া-দাওয়া, র্যাফেল ড্র, আলোচনাসভা, ফটোসেশন, গান, নৃত্য, কবিতা আবৃত্তি, কৌতুক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার-স্মরণিকা বিতরণ রজতজয়ন্তীকে প্রাণবন্ত করে তোলে।
মিডিয়া ব্যক্তিত্ব আনিসুর রহমান বুলবুল ও এ.বি খান বাবুর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত রজতজয়ন্তীতে ৫ শতাধিক বন্ধু অংশগ্রহণ করেন।
৯৮ বন্ধু মীর আরিফুর রহমান কল্লোল, অ্যাড.বিএম তাসকিন উস সালেহীন রনি, অ্যাড. মোহাম্মদ সেলিম হোসেন, আবুল বাশার, অ্যাড. মুহাম্মদ শফিকুল ইসলাম জসিম, আবুল হোসেন, শারমিন সুলতানা অনুষ্ঠানের নেতৃত্ব প্রদান করেন। এছাড়া প্রতিটি ইভেন্ট সুশৃংখলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা করা হয়।