ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন 

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ

বিনিয়োগে অগ্রধিকার কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কালীগঞ্জ সাতক্ষীরার আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি আলোচনা সভা ও ছয়টি নারী উন্নয়ন সংগঠনকে আর্থিক সহায়তা অনুদান প্রদান ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ এর অডিটোরিয়ামে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় কালিগঞ্জ উপজেলা নিবাহী কমকতা রহিমা সুলতানা (বুশরা) এর সভাপতিত্বে ও
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ (বাচ্চু), এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান সাঈদ মেহেদী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদ এর মহিলা ভাইস-চেয়ারম্যান দিপালি রানী ঘোষ, সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, সংগীতশিল্পী কণিকা সরকার, নারী নেত্রী মাফুজা খানম প্রমুখ।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাতের প্রতিনিধি শরিফুল ইসলাম সাতক্ষীরার সকালের প্রতিনিধি ফজলুর রহমান, দৈনিক সত্য পাঠের প্রতিনিধি শেখ আল নূর আহমেদ ইমন ও কালিগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সুপারভাইজার জয়দেব দত্ত। জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে কালীগঞ্জে ছটি নারী সংগঠনকে ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়।

সংগঠন গুলি হল উপজেলা লেডিস ক্লাব ৩০ হাজার ,প্রেরণা নারী উন্নয়ন সংগঠন ৩০ হাজার, মিশন মহিলা উন্নয়ন সংস্থা 30 হাজার, আমার কুটির মহিলা সংস্থা ২৫ হাজার, দুর্জয় নারী উন্নয়ন কমিটি ২৫ হাজার, ও ঊষা মহিলা উন্নয়ন কমিটি ২৫ হাজার টাকা।

সাংস্কৃতিক প্রতিযোগিতায় কবিতা আবৃতিতে প্রথম স্থান অধিকার করে বিথী সাহা ভাড়াসিমলা, দ্বিতীয় আজিফা জান্নাত কৃষ্ণনগর, ও তৃতীয় রুমি কৃষ্ণনগর, সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার দিশা কৃষ্ণনগর ক্লাব, দ্বিতীয় পাপড়ি দত্ত নলতা ক্লাব, তৃতীয় অর্ঘ্য ঘোষ মথুরেশপুর ক্লাব। এছাড়া কুইজ প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী কে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের বিভিন্ন নারী সংগঠন ও বিভিন্ন ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]