ঢাকা২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

অতিরিক্ত দামে আলু-পেঁয়াজ বিক্রি, ৪ ব্যবসায়ীর জরিমানা

Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

মানিকগঞ্জের সিঙ্গাইরে ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করে অতিরিক্ত মূল্যে আলু ও পেঁয়াজ বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বায়রা হাট ও সিঙ্গাইর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড করেন।
অভিযানে সিঙ্গাইর বাজারের সবুজ স্টোর, শাওন স্টোর, রুবেল সবজি ভান্ডার ও রমজান স্টোরকে সাড়ে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ক্রয়-বিক্রয় রশিদ কি যথাযথভাবে সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন করতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও থানা পুলিশ সহযোগীতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com