ঢাকা১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজবাড়িতে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)জন্মদিন পালিত

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

খান আতাউর রহমান, উপজেলা প্রতিনিধি -রাজবাড়ী :

রাজবাড়ী ২৮ কলোনি জামে মসজিদের আয়োজনে প্রিয় নবী হযরত মুহাম্মদ( সাঃ) এর জন্মদিন পালিত হয় ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২৮ কলোনি জামে মসজিদের ইমাম সেলিম উদ্দিন দেওয়ান, এক নম্বর ওয়ার্ড কাউন্সিলার আব্দুর রব বিশ্বাস, নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলার তৌহিদুল ইসলাম তুহিন,বিশিষ্ট সমাজসেবক খোকন কাদেরী, মোঃ কবির, মাসুদ পারভেজ আজাদ, নাঈম ফকির, রবিন মোল্লা, মোঃ আফজাল, শিমুল পারভেজ টিটুল,এবং রাজবাড়ীর অনেক গণ্যমান্য ব্যক্তি।

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে আসর নামাজের পরে রাজবাড়ী ২৮ কলোনি জামে মসজিদ থেকে আনন্দ মিছিল বের হয় এবং আনন্দ মিছিলে অনেক মানুষ অংশগ্রহণ করেন। আনন্দ মিছিল ডায়াবেটিস মোড়, ভাজন চালা, কাপড় বাজার, রাজবাড়ী রেলগেট হয়ে ২৮ কলোনি জামে মসজিদে এসে শেষ হয়। এবং এশার নামাজের পরে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বিশেষ দোয়া পরিচালনা করেন, ২৮ কলোনি জামে মসজিদের ইমাম মোহাম্মদ সেলিম উদ্দিন দেওয়ান। বিশেষ দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com