আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কে.বি.এম উচ্চ বিদ্যালয়ে নতুন চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে এই ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ বঠিনা শাপলা উচ্চ বিদ্যালয়ের একতলা একাডেমিক ভবনের নির্মান কাজ সম্পন্ন করা হয়।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আমরা কথা দিয়েছিলাম যে এই বিদ্যালয়ে নতুন ভবন দিবো, আমরা কিন্তু আমাদের কথা রেখেছি। আওয়ামী লীগ সরকার কথা দিয়ে সবসময় কথা রাখে। তার একটি উদাহরণ এটি। শিক্ষাখাতকে আরও ঢেলে সাজাতে আমরা বদ্ধ পরিকর।
কে.বি.এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অধ্যক্ষ জুলফিকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য রওশানুল হক তুষার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী শিক্ষা প্রকৌশলী জয়ন্ত কুমার রায়, আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ চন্দ্র সেন, সাধারণ সম্পাদক সচিন্দ্রনাথ বর্মনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।