ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে নান্দুরা ও মহেশ রোডের পাশের খালের পানিতে ভেসে উঠলো পরিত্যাক্ত প্রাইভেটকার

Link Copied!

মোহাম্মদ জুয়েল রানা,  স্টাফ রিপোর্টার, ব্রাক্ষণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে একটি খালে পরিত্যাক্ত প্রাইভেটকার ভেসে উঠেছে। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের কৌতূহল তৈরি হয়েছে। (২৭ সেপ্টেম্বর) বুধবার দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়ন নান্দুরা গ্রামের ইটভাটার পাশের খাল থেকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিত্যাক্ত প্রাইভেটকারটি খালের পানি থেকে পাড়ে তুলেছেন।

জানা যায়, বুধবার সকালে খালের পানির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় কালো রং এর গাড়িটি ভেসে উঠে, গাড়ীর নাম্মার ঃ ঢাকা মেট্রো -গ-১১৫৬৫১।
তখন স্থানীয় বাসিন্দা লাল মিয়া নামের এক ব্যাক্তি গাড়ীটি দেখে থানা পুলিশকে খবর দিলে তারা এসে গাড়ীটি উদ্ধার করেন।

নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদ জানান, সকালে উপজেলার কুড়িঘরে মহেশ রোডের পাশে নান্দুরা খালে একটি পরিত্যক্ত প্রাইভেটকার ভেসে উঠে। এই খবরে স্থানীয় বাসিন্দারা সেখানে ভীর জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ এসে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। স্থানীয় বাসিন্দাদের নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাইভেটকারটি খালের পানি থেকে পাড়ে তুলে এনেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খালের পানিতে তল্লাশি চালায়। তল্লাশিতে খালে কিছু পাওয়া যায়নি। তবে একটা মোবাইল ফোন ও শার্ট পাওয়া যায়।

তিনি আরও জানান, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে প্রাইভেটকারটি দূর্ঘটনায় পতিত হয়েছিল। আমরা বিষয়টি তদন্ত করছি। প্রাইভেটকারটি থানায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]