তাপস মজুমদার,(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ
পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন ২৭ সেপ্টেম্বর বুধবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে উপজেলা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য রেলি বাহির হয়।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনেয়ারা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, কালীগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন কালিগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহমাদুল্লাহ বাচ্চু, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, উপজেলা তথ্য আপা মিনারা পারভীন প্রমুখ। ল
বক্তারা রাঙ্গামাটি, কক্সবাজার, কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশাপাশি সাতক্ষীরা সুন্দরবন কেন্দ্রিক পর্যটনের অপর সম্ভাবনা। সাতক্ষীরার আকর্ষণ সড়ক পথের সুন্দরবন, দেশি বিদেশি পর্যটকরা সাতক্ষীরার সুন্দরবনকে দেখতে সড়ক পথে আসে। পাশাপাশি সাতক্ষীরা মোজাফফর গার্ডেন, লেক ভিউ, দেবহাটা রূপসী বাংলা ম্যানগ্রোভ, কালীগঞ্জের রাজা প্রতাপাদিত্য রাজা বিক্রম আদিত্য ও বসন্ত রায়ের স্মৃতি বিজড়িত বসন্তপুর রিভার ড্রাইভ ইকোপার্ক ও প্রস্তাবিত শেখ কামাল বসন্তপুর নৌবন্দর, বাঁশঝড়িয়া মিনি সুন্দরবন প্রবাজপুর শাহী মসজিদ নবরত্ন মন্দির।
শ্যামনগরের যশোরী কালী মন্দির বংশীপুর শাহী মসজিদ হাম্মান খানা সরকারি ভাবে পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা থাকলে এগুলো হতে পারে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান।