আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মডেল হাই স্কুল মাঠে ফাইনাল খেলার আয়োজন করে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আক্তার। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকারসহ ( আইসিটি ও শিক্ষা) জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক রেহেনা আক্তার বলেন, আজকের এই ছোট ছোট খেলোয়াড়রা এক সময় জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়ারে পরিণত হবে। নেপাল ইন্ডিয়ার মতো বড় বড় দলকে পরাজিত করে দেশের সুনাম বাড়াবে। আজকের এই শিশুরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমিকা রাখবে।
পরে তিনি দর্শকদের সাথে খেলা উপভোগ করেন এবং খেলোয়ারদের সাথে কুশল বিনিময় করেন।