আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক সংযোগ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাসেল মিয়া (২৫) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বড় সোহাগী নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া ওই গ্রামের আব্দুল মাজেদ মিয়ার ছেলে।
স্বজনরা জানায়, রাসেল মিয়া পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি। এ পেশায় কাজ করে তার সংসার চলে। আজ সোমবার সকাল ৮টার দিকে এক বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করতে ছিলেন। এরই মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।
এ তথ্য নিশ্চিত করে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) সংরক্ষিত (১,২,৩) আসনের সদস্যা মুমতাহিনা বেগম শরীফা বলেন, কাজ করতে গিয়ে অসাবধানতার কারনে বিদ্যুস্পৃষ্টে রাসেল মিয়ার মৃত্যু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]