খান আতাউর রহমান, উপজেলা প্রতিনিধি- রাজবাড়ী:
রাজবাড়ী সদর উপজেলায় সাপের কামড়ে নার্গিস আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নার্গিস ওই গ্রামের নয়ন শেখের স্ত্রী।নয়ন শেখ বলেন, রিকশা চালানো শেষে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি যাই। গিয়ে জানতে পারি স্ত্রীকে সন্ধ্যার দিকে কিছু একটা কামড় দিয়েছে। তখন তাকে দ্রুত রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কোন সাপে তাকে কামড় দিয়েছে সে বিষয়ে জানি না।
তবে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাওন শারমীন বলেন, ওই নারীকে সাপে কেটেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com