ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভান্ডারিয়ায় নদমূলা খালের সুইচগেটটি বন্ধের কারনে ভোগান্তিতে কৃষক ও এলাকাবাসী

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃশাজু রহমান, ভান্ডারিয়া প্রতিনিধি:

নদমূলা খালে নির্মিত সুইচগেটটি বন্ধের কারনে ভোগান্তিতে শত শত কৃষক ও দৈনন্দিন কাজে ঐ খালের পানি ব্যবহারকারী পরিবারগুলো।

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নদমূলা ইউনিয়নে স্থানীয় কৃষক ও এলাকারবাসীর পানি সমস্যার অভিযোগের ভিত্তিতে।এলাকার চেয়ারম্যান, ইউপি সদস্য,স্থানীয় সমাজ সেবক ও কৃষকদের সমন্বয় সভা ২২শে সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৩.০০ঘটিকায় নদমূলা মাঝিবাড়ী দাখিল মাদ্রাসার সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় আলহাজ্ব মোঃ শাজাহান তালুকদার এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নং নদমুলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মেজবাহ উদ্দিন আরিফ,অন্যান্য বক্তব্য রাখেন ইউপি সদস্য শওকত হোসেন,ইউপি সদস্য কামরুল ইসলাম, নাসির উদ্দিন খোকন, সংরক্ষিত নারী ইউপি সদস্য শাহানাজ পারভিন,মানবাধিকার কর্মী মোঃ দেলোয়ার হোসেন তালুকদার, কৃষক নেতা মেহেদী হাসান তালুকদার ও ওবায়দুল প্রমুখ।

বক্তারা বলেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক নির্মিত নদমুলা খালের সুইচগেটটি অত্র এলাকার কৃষকদের চাহিদা মোতাবেক খোলা না রাখায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে পানি সঙ্কটে চাষাবাদ ও মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। এ ছাড়া খালের দুই পাড়ের কিছু অংশে ভাঙন রোধে অপরিকল্পিত ভাবে ব্লক ফেলা হয়েছে। এ কারণে খালের পানির প্রবাহ কমে গেছে এবং খালে কচুরিপানার স্তূপ জমা হয়েছে ফলে প্রয়োজনে সকল প্রকার নৌযান চলাচলও বন্ধ হয়ে গেছে।

এ খালের পানি ব্যবহারকারী মানুষের দৈনন্দিন কাজে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ছাড়া দীর্ঘদিন কচুরিপানার স্তূপ থাকায় পানি বিষাক্ত হয়ে উঠছে। পানি ব্যবহারকারীদের মধ্যে ছড়িয়ে পড়ছে নানা ধরনের রোগ বালাই। প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত গেট, অপরিকল্পিত ব্লক ফেলে পানি প্রবাহ বন্ধ ও রক্ষণাবেক্ষণের অভাবে উপকারের পরিবর্তে এখন গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এলাকাবাসী ও কৃষকদের দাবী নদমূলা খালের ১১ নং সুইচগেটটি সঠিক রক্ষণাবেক্ষণ ও প্রয়োজন অনুযায়ী খোলা রাখার দাবি জানায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]