মোহাম্মদ মেরাজ, জেলা প্রতিনিধি-নরসিংদী:
পবিত্র ঈদে মিলাদুন্নবীর (দ) জশনে জুলুসে নেতৃত্ব দিতে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা আসবেন বলে জানিয়েছে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনের নেতারা।
নেতারা জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আমিরাতের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন আল্লামা তাহের শাহ। সেখান থেকে মোটর শোভাযাত্রাসহ ঢাকা মোহাম্মদপুর এলাকায় খানকাহ্-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পৌঁছবেন। হুজুর কেবলাবৃন্দকে সংবর্ধনার জন্য কেন্দ্রীয় আনজুমান ট্রাস্টের কেবিনেট নেতারা ও গাউসিয়া কমিটির কর্মকর্তা ও পীর ভাইয়েরা ইতোমধ্যে ঢাকা পৌঁছেছেন।
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য পবিত্র ঈদে মিলাদুন্নবী এর জশনে জুলুসে নেতৃত্ব দেবেন। এতে প্রধান মেহমান আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ ও বিশেষ মেহমান হিসেবে থাকবেন সাহেবজাদা হযরতুলহাজ সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ।
জুলুসের মিছিলটি ঢাকা মোহাম্মদপুর জয়েন্ট কোয়াটার্স, এফ-ব্লকস্থ কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা হতে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয়ে শাহজাহান রোড, ইকবাল রোড হয়ে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে পুনরায় কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদ্রাসা ময়দানে ফিরে আসবে। দুপুর ১২টায় জমায়েত, মাহফিল এবং মাহফিল শেষে নামাজে জোহর ও দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।