ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে কালিগংগা ভাঙন রোধে জলবায়ু ধর্মঘট

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম:

মানিকগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী কালিগঙ্গা নদীর দুপাশে ভাঙ্গন রোধে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কালিগঙ্গা তীরবর্তী সদর উপজেলার খেয়া ঘাটে এই কর্মসূচি পালন করা হয়। মধ্য পুটাইল উদ্যমী নারী সংগঠ ও প্রথমা কিশোরী ক্লাব এবং বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক কর্মসূচি আয়োজন করে।
নারীনেত্রী রওশন আরা আক্তারের সভাপতিত্বে ও উন্নয়নকর্মী শিবানী চক্রবর্তীর সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন যুবনেত্রী শারমিন আক্তার। বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য নারীনেত্রী আনজুমানারা বেগম, রহিমা বেগম, যুবনেত্রী আভা সরকার, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন আমরা জলবায়ু পরিবর্তনের ফলে গোটা বিশ্বের ন্যায় বাংলাদেশের জলবায়ু এখন হুমকির সম্মুখীন। তদুপরি কালিগঙ্গা নদীতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রেজিং মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এতে ঘরদোর রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান সহ বিস্তীর্ণ কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
বক্তারা বলেন, মনুষ্য সৃষ্ট দুর্যোগে নদী-নালা, খাল বিল দখল দুষন ও ভরাট করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]