তাপস মজুমদার(কালিগঞ্জ-সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এর নির্বাহী প্রধান বিশিষ্ট আবৃত্তি শিল্পী, আলোকিত সাদা মনের মানুষ, সমাজসেবক, উপকূল বন্ধু মোস্তফা নুরুজ্জামানের এর ৫৮ তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় সাতক্ষীরার কালিগঞ্জ সুশিলনের আঞ্চলিক কার্যালয়ে শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেকনাফ সেন্টমার্টিন থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুশীলন এর নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান সুশীলনের নির্বাহী কমিটির সভাপতি সাহিত্যে দুই বাংলার দিকপাল সাবেক অধ্যাপক গাজী আজিজুর রহমান এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, দেশ টিভি’র জেলা প্রতিনিধি শরিফুল্ল্যাহ কায়সার সুমন, নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, সুশীলনের ইসি কমিটির সহ-সভাপতি ইলা দেবী মল্লিক, বিশিষ্ট আইনজীবী সুশীলনের ইসি কমিটির কোষাধ্যক্ষ জাফরুল্লাহ ইব্রাহিম, ইসি কমিটির সদস্য কণিকা সরকার, সাতক্ষীরা সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক আদুর রাশেদ, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, ইসি কমিটির সদস্য সেলিনা আক্তার সাতক্ষীরা শিশু একাডেমীর লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রহমান সহ সাংবাদিক বৃন্দ, সুশীলনের বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উপকূল বন্ধু’র ৫৮তম জন্মদিনে ৫৮ টি মোমবাতি জ্বালিয়ে কেককেটে ও স্মৃতিচারণ মূলক আলোচনা সভা সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সংস্থার নির্বাহী প্রধানের জন্মদিন উপলক্ষে মোস্তফা নুরুজ্জামান এর বাণী ও গান প্রজেক্টর এর মাধ্যমে শোনানো হয় এবং হৃদয়ে বসবাস ইউটিউব চ্যানেল শুভ উদ্বোধন করা হয়েছে। একইভাবে সুশীলনের খুলনা কার্যালয়েও অনুরূপ ভাবে নির্বাহী প্রধানের জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
একই সাথে সুশীলনের উপ-পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় মোস্তফা আখতারুজ্জামানকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন তারই সহধর্মনি সেলিনা পারভীন শেষে তাদের গর্বিত পিতা মহরম ফেরাসতুল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত পরিচালনা করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।