ঢাকা১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিখোঁজ হওয়ার ১৫ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার ১৫ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা, প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুরে নিখোঁজ হওয়ার ১৫ পর গৃহবধু হাসি বেগম (২৪) এর লাশ উদ্ধার করেছে ভাংগা থানার পুলিশ।
নিহত হাসি বেগম সদরপুর উপজেলার শৌলডুবী গ্রামের সেক হাবিবুর রহমানের কন্যা।

নিহতের পারিবারিক সূত্র থেকে জানা গেছে, গত ৮ বছর পূর্বে একই উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের বড় বাড়ির মৃত শাহাআলম সেখের পুত্র মোতালেব সেকের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। এবং তাদের হুসাইন নামক ৭ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। গত ৭ সেপ্টেম্বর হাসি বেগম তার শশুর বাড়ি থেকে কারেন্ট এর বিল দেওয়ার কথা বলে বাড়ি থেকে সদরপুর আসার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় হাসি বেগম।

এরপর গত ২০ সেপ্টেম্বর সন্ধার দিকে পাশ্ববর্তী ভাংগা থানার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের নাউটানা কুমের মধ্যে মাছ মারতে গিয়ে স্থানীয়রা কুচুরির মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ভাংগা থানার পুলিশ লাশ উদ্ধার করে। তখন হাসি বেগমের মা সালমা বেগম তার মেয়ের লাশ শনাক্ত করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এবং মামলার প্রকৃয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]