ঢাকা৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিখোঁজের চার ঘন্টা পর গৃহবধুর লাশ উদ্ধার

নিখোঁজের চার ঘন্টা পর গৃহবধুর লাশ উদ্ধার
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর, প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের আকন্দ পাড়া গ্রামে নিখোঁজের চার ঘন্টা পর গোলাপফুল বেগম (৫১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে।

২০ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টায় স্থানীয় পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। বিষয়টি পুলিশকে অবগত না করে লাশ দাফনের চেষ্টা করে পরিবারের লোকজন।
খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের ছোরতহাল রিপোর্ট করে।

এ ব্যাপারে বাট্টাজোড় ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার জানান, গৃহবধূ গোলাপফুল বেগম শারীরিকভাবে প্যারালাইজড রোগে আক্রান্ত ছিলো। সে স্বাভাবিকভাবে চলা ফেরা করতে পারতো না। সে পানিতে ডুবেই মারা গেছে। তার মৃত্যুর পেছনে কোন রহস্য নেই।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, লাশের ছোরতহাল হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]