ঢাকা২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, সহ সকল সেক্টরে উন্নয়ন হয়েছে:নিক্সন চৌধুরী

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা প্রতিনিধি –

ফরিদপুর-৪ আসনের সাংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমার এলাকায় যদি আপনারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চান তাহলে আগামী নির্বাচনে অবশ্যই শেখ হাসিনাকে ভোট দিন।
মঙ্গলবার সন্ধ্যায় সদরপুর-চরভদ্রাসন সড়কে বক্স কালভার্টের কাছে সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি নিক্সন বলেন, আজ শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ সকল সেক্টরে উন্নয়ন হয়েছে। আপনারা আমাকে ভালোবেসে দুই দুইবার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি আপনাদের কাছে আমার দেওয়া ওয়াদা পালন করছি ও আমার ঈমানি দায়িত্ব পালন করছি। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার চেষ্টা করছে। তাই আগামীতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মমিন, জেলা পরিষদের সদস্য এখলাছ আলী ফকির, আকোটের চর ইউনিয়নের চেয়ারম্যান আসলাম বেপারী, ভাষানচর ইউপি চেয়ারম্যান মো. কাউছার শেখ, সাবেক চেয়ারম্যান মাইনদ্দিন মোল্লা, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, নিক্সন চৌধুরী যুব সংগ্রাম পরিষদের সভাপতি মো. সেলিম বেপারী সহ নিক্সন সমর্থিত বিভিন্ন নেতাকর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com