মোঃ বেলাল হোসেন, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ-
নোয়াখালীর চাটখিলে, ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন(IBWF) চাটখিল উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় পৌরসভার ভীমপুর মহিলা দাখিল মাদ্রাসা ও সকাল ১০টায় পরকোট ইউনিয়নের দারুল আরকান দাখিল মাদ্রাসা মাঠে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
IBWF চাটখিল উপজেলা শাখার সেক্রেটারি মোঃবেলাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী IBWF চাটখিল উপজেলা শাখার সভাপতি-মোঃ হারুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল বাজার বনিক সমিতির সাবেক সভাপতি -মোঃ খোরশেদ আলম মল্লিক।
ভীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক- মাষ্টার মোঃ রুহুল আমিন।
উপস্থিত ছিলেন – IBWF চাটখিল উপজেলা শাখার অর্থ সম্পাদক -শহিদুল্লাহ্ বিপ্লব,পৌর বাজার শাখার সভাপতি-মোঃ নেছার আহমেদ, সেক্রেটারি- মোঃ মানিক মিয়া ও সহ সভাপতি মোঃ বেলাল হোসেন মনির প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর বিকল্প নাই, তাই উপস্থিত সকলকে বছরে অন্তত একটি গাছ লাগানোর অনুরোধ করেন।