ঢাকা১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে IBWF এর আয়োজনে “বৃক্ষ রোপণ ও বিতরণ” কর্মসূচি পালিত

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ২০, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ বেলাল হোসেন, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ-

নোয়াখালীর চাটখিলে, ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন(IBWF) চাটখিল উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় পৌরসভার ভীমপুর মহিলা দাখিল মাদ্রাসা ও সকাল ১০টায় পরকোট ইউনিয়নের দারুল আরকান দাখিল মাদ্রাসা মাঠে বৃক্ষ রোপণ ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

IBWF চাটখিল উপজেলা শাখার সেক্রেটারি মোঃবেলাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী IBWF চাটখিল উপজেলা শাখার সভাপতি-মোঃ হারুনুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল বাজার বনিক সমিতির সাবেক সভাপতি -মোঃ খোরশেদ আলম মল্লিক।
ভীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক- মাষ্টার মোঃ রুহুল আমিন।

উপস্থিত ছিলেন – IBWF চাটখিল উপজেলা শাখার অর্থ সম্পাদক -শহিদুল্লাহ্ বিপ্লব,পৌর বাজার শাখার সভাপতি-মোঃ নেছার আহমেদ, সেক্রেটারি- মোঃ মানিক মিয়া ও সহ সভাপতি মোঃ বেলাল হোসেন মনির প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর বিকল্প নাই, তাই উপস্থিত সকলকে বছরে অন্তত একটি গাছ লাগানোর অনুরোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com