ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে ৬৭টি হারানো মোবাইল উদ্ধার

মানিকগঞ্জে ৬৭টি হারানো মোবাইল উদ্ধার
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:

১৭ দিনে ৬৭টি হারানো মোবাইল উদ্ধার করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।

মঙ্গরবার ( ১৯ সেপ্টেম্বর) বেলা ১১ ঘটিকার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান (পিপিএম-বার)।

পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, মানিকগঞ্জ জেলা পুলিশ সর্বদা সাধারণ জনগনকে সবধরনের আইনি সহযোগিতা প্রদানে বদ্ধ পরিকর তারই ফলশ্রুতিতে সম্প্রতি জেলা পুলিশ জিডি মূলে হারানো মোবাইল ফোন উদ্ধারে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে মানিকগঞ্জ জেলা পুলিশের সদর, সিংগাইর, হরিরামপুর, শিবালয়, ঘিওর, দৌলতপুর এবং সাটুরিয়া থানা কর্তৃক মোট ৬৭ টি হারানো মোবাইল উদ্ধার করা হয়েছে। গত ০১ সেপ্টেম্বর হতে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার অভ্যন্তরে ও জেলার বাহিরে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় এই মোবাইলগুলি উদ্ধার করা হয়। এর মধ্যে সদর থানায় ৩০টি , সিংগাইরে ২৩টি, সাটুরিয়া ০১টি, শিবালয় ০২টি, ঘিওর ০৬টি, দৌলতপুর ০৪টি, হরিরামপুর ০১টি হারানো মোবাইল উদ্ধার করা হয়েছে।

সকলের সহযোগিতায় এই উদ্যোগ চলমান থাকবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]