ঢাকা১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত যখন চাঁদে পৌঁছায়, তখন পাকিস্তান বিশ্বের কাছে ভিক্ষা চায়: নওয়াজ শরীফ

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

ভারত যখন চন্দ্র জয় করছে, পাকিস্তান তখন বিশ্বের কাছে ভিক্ষা চাচ্ছে- নিজ দেশ সম্পর্কে এভাবেই মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও স্বেচ্ছা নির্বাসনে যুক্তরাষ্ট্রে থাকা নওয়াজ শরীফ।

পাকিস্তানের এই দুরবস্থার জন্য সাবেক সেনা জেনারেল ও বিচারপতিদের দায়ী করেছেন তিনি ।

লাহোরের একটি জনসভায় লন্ডন থেকে ভিডিও কলে যুক্ত হয়ে নওয়াজ বলেন, ‌‘আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে ভিক্ষা চাইতে। আর ভারত এই সময়ে চাঁদে পৌঁছে গেছে, জি ২০ সম্মেলন আয়োজন করছে। ভারত যা অর্জন করতে পেরেছে, পাকিস্তান কেনো তা পারেনি। এ জন্য কে দায়ী?’
এই প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন নওয়াজ । তিনি বলেছেন, ‘যে ব্যক্তি (নওয়াজ) দেশকে লোডশেডিং দূর করেছিল, তাকেই চার বিচারপতি বাড়ি ফেরত পাঠায়।’ ‘(সাবেক) প্রধান বিচারপতি সাকিব নিসার ও আসিফ সাঈদ খোসা তাদের হাতিয়ার (সাবেক সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধান)। তাদের এই অপরাধ হত্যার সমান। তাদের দায়মুক্তি দেওয়া জাতীয় অবিচার। তারা কোনোভাবেই দায়মুক্তি পেতে পারে না।’ – এনডিটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]