খান আতাউর রহমান, উপজেলা প্রতিনিধি- রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
১৬ সেপ্টেম্বর সকালে জেলে আক্কাস আলীর জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া ফেরি ঘাটে মাছটি আনলে ১ হাজার ১০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৬০০ টাকায় কিনে নেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
জেলে আক্কাস আলী বলেন, সকালে পদ্মা নদীতে জাল ফেললে বাঘাইড়টি ধরা পড়ে। পরে ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি করেছি।মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছটি কিনে এখন দেশের বিভিন্ন স্থানের বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে যোগোযোগ করছি। আশা করছি দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে। তবে কেনার চেয়ে সামান্য লাভে মাছটি ছেড়ে দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: [email protected]