ঢাকা১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তিল পরিমাণ দুর্নীতি করি নাই: মমতাজ

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি এমপি হয়ে দুর্নীতি করি নাই। কারো হক মেরে খাই নাই। জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছে,তার কাছে আমার খাতা পরিষ্কার। আমার নির্বাচনী এলাকায় যে কাজ পেয়েছি তা শতভাগ করার চেষ্টা করেছি। কাজের মধ্যে তিল পরিমাণ দুর্নীতি করি নাই। রোববার( ১৭ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা হল রুমে স্থানীয় সরকার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রথম বারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে দেশ ব্যাপী এই স্থানীয় সরকার মেলার আয়োজন করা হয়েছে। এটা সরকারের অনেক বড় সাফল্য।

মমতাজ বেগম বলেন, নির্বাচন আসলে অনেক মানুষ মাঠে আসবে। পক্ষে বিপক্ষে অনেক কথা বলবে। অপপ্রচার চালাবে। আমরা ওই অপপ্রচার আমলে নিব না। আমরা আমলে নিব, আমার এলাকায় কে কী উন্নয়ন করল। আমি সততা ও নিষ্ঠার সাথে ১৫ বছর নেতৃত্ব দিয়েছি।

সহকারী শিক্ষক জাকারিয়া হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান নিলু, সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব প্রমুখ।

এসময় জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ২৫ টি পরিবারের মাঝে ১ বান করে ডেউটিন ও ৩ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি মমতাজ বেগম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]