ঢাকা১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আলফাডাঙ্গায় সৈয়দ ইকবাল নামে পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার

Link Copied!

ফরিদপুর জেলা, প্রতিনিধি-:

ফরিদপুরের আলফাডাঙ্গায় চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ও ১৬ লাখ টাকা অর্থদণ্ডের মামলায় সৈয়দ ইকবাল (৫২) নামে পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ইকবালকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইকবাল আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামের বাসিন্দা।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইকবাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার একটি মামলায় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর ৩১ ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত এবং ১৬ লাখ টাকা অর্থদণ্ড মামলার আসামি।

তাকে রোববার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com