আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবে বার্ষিক নৌ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে হরিরামপুর উপজেলার ঝিটকা ইছামতী নদী থেকে ট্রলার যোগে উপজেলার হরিণাঘাট এবং মিনি কক্সবাজার খ্যাত হরিরামপুর উপজেলার কুশিয়ারচর গিয়ে সকল সাংবাদিক সমবেত হয়।
পরে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভাসহ বিভিন্ন ইভেন্টসের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি এ বি খান বাবু, সাধারণ সম্পাদক এস.এম.নুরুজ্জাম, যুগ্ম সম্পাদক তজুমুদ্দিন সরকার, শিকদার শামীম আল মামুন, কোষাধ্যক্ষ বাবুল আহমেদ, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিকুর রহমান, দৈনিক সত্যের সন্ধ্যানের সম্পাদক আরিফ হাসান, দৈনিক পর্যবেক্ষন পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুর রহমান অরি, সাংবাদিক মুরাদ খান প্রমুখ।
এসময় পদ্মা নদীতে ট্রলার যোগে অ্যামাজন জঙ্গল, মিনি কক্সবাজার, হরিণাঘাট এলাকায় আনন্দঘন পরিবেশে ভ্রমণ করা হয়েছে।