মোহাম্মদ জুয়েল রানা, স্টাফ রিপোর্টার, ব্রাক্ষণবাড়িয়া:
চিরনিদ্রায় শায়িত হলেন কুলিয়ারচর উপজেলার সাবেক সহকারী শিক্ষা অফিসার রেজাউল করিম এর বড় ভাই খোরশেদ আলম,যিনি মসজিদের খেদমতে নিজেকে কিশোর বয়স থেকে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত নিয়োজিত রেখছেন।
একজন ধার্মিক, সহজ সরল সাধামাটা জীবনযাপন করেছেন বৃহস্পতিবার সকালে মোহিনীপুর কবরস্হানে তাকে চিরনিদ্রায় সমাহিত করা হয়। এ সময় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, পল্লী বিদ্যু কর্মকর্তা এজিএম, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ,সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি রায়পুরা উপজেলার, চাঁনপুর ইউনিয়নের, মোহিনীপুর গ্রামে। সেখানে সর্বস্তরের মানুষ শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।মোহিনীপুর বাজার মাঠে উনার জানাজা অনুষ্ঠিত হয়।উনার জানাযার নামাজে বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে খোরশেদ আলম ৭০ বছর বয়সে এই পৃথিবীতে রেখে গেছেন তিন মেয়ে চার ভাই সহ অসংখ্য গুণগ্রাহী ও প্রচুর পরিমাণের ভাল কাজ।