আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ সমাজে বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে এলাকার মানুষের সঙ্গে এক হয়ে পুলিশকে কাজ করতে হবে। সেই সাথে অপরাধ নিয়ন্ত্রণে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। শনিবার (১৬ সেপ্টেম্বর) পলাশবাড়ি থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন।
পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইবনে মিজান, সি সার্কেল উদয় কুমার, পলাশবাড়ি পৌরমেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সহসভাপতি আবু বক্কর প্রধান, পলাশবাড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারন সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী দীলীপ চন্দ্র, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম, পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মোস্তাফিজুর রহমান রাজা, গণমাধ্যমকর্মী সিরাজুল ইসলাম রতন,আশরাফুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পলাশবাড়ি থানা ওসি তদন্ত দিবাকর অধিকারী।