ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের কাজী জাফর উল্লাহর উঠান বৈঠক অনুষ্ঠিত

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১৫, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী গ্রামের ম্যাজিষ্ট্রেট বাড়ী বাজার প্রাঙ্গনে গত বৃহস্পতিবার রাতে এক উঠান বৈঠক করেছেন বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আ.লীগ ও তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ এ উঠান বৈঠকের আয়োজন করেন।

এ উঠান বৈঠকের সভাপতিত্ব করেন চরভদ্রাসন ইউনিয়ন আ.লীগের সভাপতি মোঃ বাবুল মোল্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ.লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। উপজেলা আ.লীগের আহ্বায়ক অ্যাডভোকেট ইছাহাক মিয়া, যুগ্ন আহ্বায়ক ফকির মোঃ মোশারফ হোসেন, বেলায়েত হোসেন রুবেল ও আহসানুল হক মামুন বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উঠান বৈঠকটি সঞ্চালনা করেন ফকির মোঃ মোশারফ হোসেন।

এ উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আ.লীগ ও অংগসংগঠন নেতা ওয়াছেল উদ্দিন শিকদার, মৌলভী আবুল কালাম, বজলুর রহমান শিকদার, বোরহান উদ্দিন মোল্যা, দীপু খালাসী, মোঃ খোকন মোল্যা, মোঃ মিজানুর রহমান শিকদার, মোকাদ্দেস মোল্যা, শেখ মোতাহার হোসেন, ইমান উদ্দিন খান, সোহরাব হোসেন শিকদার, শেখ মোয়াজ্জেম, তারা শিকদার, নূর ইসলাম ও রফিকুল ইসলাম প্রমূখ।

এ উঠান বৈঠকে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে আবারো ভোট দিতে হবে। তিনি সকলকে দ্বিধাদ্বন্দ্ব ভুলে একযোগে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]