ঢাকা১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় সাড়ে ৯ কেজি গাঁজাসহ ব্যবসায়ী শফিকুল র‍্যাবের হাতে গ্রেফতার

Link Copied!

আনোয়ার হোসেন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে সাড়ে ৯ কেজি গাঁজা জব্দসহ শফিকুল ইসলাম (৫২) নামের এক মাদক কারবারি গ্রেফতার । এ ঘটনার সাথে জড়িত সন্তোষ চন্দ্র বর্মণ (৪৫) নামের অপর ব্যক্তি পালিয়ে গেছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন ক্রোড়গাছা গ্রামের সালেক উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।এ সময় গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউপির ক্রোড়গাছা গ্রামে মাদক কেনা -বেচার সময় সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করাসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে সন্তোষ চন্দ্র বর্মণ নামের অপর মাদক কারবারি পালিয়ে যায়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। সেই সাথে গ্রেফতারকৃতসহ পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]