আমিনুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য বিশ্ব বরণ্যে কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বিশ্বের কোন নেতার তুলনা করা চলে না। শেখ হাসিনার মত নেতা যুগে যুগে আসে। সবসময় আসে না। নানা প্রতিকূলতা কাটিয়ে গত ১৫ বছরে তিনি দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে হবে। নৌকা মার্কায় ভোট দিতে হবে।
সোমবার (১১ সেপ্টেম্বর ) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন আহমেদের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্বরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জালাল উদ্দিন আহমেদ পরিষদের সদস্য সচিব আইয়ুব মুহাম্মদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সামসুল হক, অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শরাফত উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোও আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা মোঃ বোরহান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা প্রমুখ।
এমপি মমতাজ বেগম বলেন,
প্রয়াত জালাল উদ্দিনের স্মৃতিচারণ করে বলেন, জালাল উদ্দিন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ছিলেন। তিনি দীর্ঘদিন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। দলের বিভিন্ন দুঃসময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজনীতিতে তিনি একজন আদর্শ। এররকম আদর্শবান নেতা এ-যুগে মিলে না। এই মহান নেতার আদর্শে যেন আমি চলতে পারি।
তিনি আরো বলেন বর্তমানে কিছু মানুষ নির্বাচন নিয়ে ভুলবাল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমার কোন ক্যাডার সন্ত্রাসী বাহিনী নেই। ১৫ বছরে হরিরামপুর সিংগাইরে অসংখ্য উন্নয়ন করেছি। আপনারা সকলে এতিম শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই আপনারা শান্তিতে আছেন। শেখ হাসিনার উন্নয়ন অব্যাহত ধরে রাখতে
আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
দেশ এখন অনেক এগিয়। এলাকায় একসময় রাস্তাঘাট বিদুৎ কোন কিছুই ছিল না। বর্তমান সরকার ১৫ বছরে যে পরিমাণ উন্নয়ন করেছে তা বিগত ৫০ বছর কেউ করতে পারেনি। আপনার দেখেছেন দেশে পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো অসংখ্য উন্নয়ন ঘটেছে। এই চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প কোন নেতা বাংলাদেশে নেই।
প্রসঙ্গত, জালাল উদ্দিন আহমেদ আওয়ামী লীগের দুর্দিনে মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।এবং ১৯৯৬ সালে মানিকগঞ্জ সদর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন ও করেছিলেন এ বর্ষীয়ান নেতা। এছাড়া তিনি মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে ২৫ বছর দায়িত্ব পালন করেছেন।
এর আগে মরহুমের পুত্র খালেদ আহমেদ মাসুদ ও কন্যা আইরিন পারভিন হ্যাপি স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখবেন।