ঢাকা১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফরিদপুরে পুকুরে কিনারা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে একটি পুকুরে কিনারা থেকে অজ্ঞাত এক (২০) নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে সদর উপজেলার তুলাগ্রাম নামক এলাকার একটি পুকুরের কিনারা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে ওই নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও এলাকাবাসী জানান, তুলাগ্রাম এলাকার একটি পুকুরের কিনারায় এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। থানার পাশাপাশি সিআইডি ও পিবিআই পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

পরিচয় শনাক্তে চেষ্টা চালছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com