ঢাকা১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
১০ সেপ্টেম্বর ২০২৩ ইং রবিবার, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব উত্তম প্রসাদ পাঠক, পুলিশ সুপার, ঠাকুরগাঁও। উক্ত মতবিনিমিয় সভায় পুলিশ সুপার মহোদয় বলেন বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকাসক্ত কিশোর-কিশোরীদের প্রতি বিশেষ নজরদারি বাড়াতে হবে এবং সামাজিক ও নৈতিক অবক্ষয়ের বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য অনুরোধ করেন।

নারীরা আজ বিশ্বের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিচ্ছে তেমনি আমাদের দেশেও পিছিয়ে নেই। তিনি আরো বলেন, তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে এবং তোমরাই ডিসি, এসপি, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি পেশায় নিজেকে নিয়োজিত করতে পারবে।

এসময় ছাত্রীদের ইভটিজিং, নারী নির্যাতন, শিশু নির্যাতন কিশোর অপরাধ, কিশোর গ্যাং ও সন্ত্রাস বিরোধী শপথ বাক্যপাঠ করান পুলিশ সুপার মহোদয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছাঃ শাহনূর বেগম চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: thesocialtimes24@gmail.com