ঢাকা৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চরভদ্রাসনে মৌলভীর চর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বার্তা বিভাগ
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৭:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মৌলভীর চর উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে মৌলভীর চর ফুটবল টুর্নামেন্ট -২০২৩ ইং এর ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে।

পার্শ্ববর্তী সদরপুর উপজেলার দুটি দল, ভাসানচর ফুটবল একাদশ ও চন্দ্রপাড়া ফুটবল একাদশ এ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। এ ফাইনাল খেলায় ভাসান চর ফুটবল একাদশ ৩-১ গোলে চন্দ্রপাড়া ফুটবল একাদশকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন। উপজেলার মৌলভীরচর স্পোর্টিং ক্লাব এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন বলে জানা যায়।

এ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর ৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো:মেহেদী মোরশেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃকাউসার, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, বদরুজ্জামান মৃধা, মোঃইয়াকুব আলী , জাহাঙ্গীর কবির বেপারী ও সমাজ সেবক আনোয়ার আলী মোল্লা প্রমুখ। উক্ত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন- মৌলভীর চর স্পোর্টিং ক্লাবের সভাপতি কামরুল হাসান ফিরোজ।

জানা যায়, গত ৫ সেপ্টেম্বর থেকে ওই মাঠে এ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। এ ফুটবল টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নেয়। এ টুর্নামেন্টের ফাইনালে ভাষান চর ফুটবল একাদশ ও চন্দ্রপাড়া ফুটবল একাদশের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা হয়।
খেলার প্রথম মার্ধে চন্দ্রপাড়া ফুটবল একাদশ ১-০ গোলে এগিয়ে থাকে। কিন্তু খেলার দ্বিতী য়র্ধে ভাসান চর ফুটবল একাদশ পর পর তিনটি গোল করে চন্দ্রপাড়া ফুটবল একাদশ কে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন। ফাইনাল খেলায় রেফারিং এর দায়িত্ব পালন করেন মোঃসাইম হোসেন। সহকারী রেফারিং হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল হাসান সৈকত ও হাসিবুল হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি। যোগাযোগ: হটলাইন: +8801602122404 ,  +8801746765793 (Whatsapp), ই-মেইল: [email protected]