ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর জেলার ভাঙ্গায় ৪৯৩টি ইয়াবা ট্যাবলেটসহ সম্রাট মৃধা (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এরআগে, বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মালিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলার সদরপুর উপজেলার খালাসীকান্দা এলাকার আজিজ মৃধার ছেলে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মোহাম্মদ মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ সম্রাট মৃধাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
যোগাযোগ:
হটলাইন: +8801602122404 , +8801746765793 (Whatsapp),
ই-মেইল: thesocialtimes24@gmail.com